ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে-ডিসি সাইফুর রহমান 

প্রতিবেদক
Daily Somor Diganta
ডিসেম্বর ২৫, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী ময়মনসিংহ:

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তাকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর২০২৫) বেলা ১২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ে সভা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে উপহার দেওয়া একটি কঠিন পরীক্ষা। নির্বাচনী সময়ে সহিংসতা, ভয়ভীতি, প্রভাব বিস্তার বা অনিয়ম যেন কোনোভাবেই ভোটারদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে সে লক্ষ্যে তিনি সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন।

এসময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয়সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসক নির্বাচনকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অনিয়ম বা সমস্যার বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক ঈশ্বরগঞ্জ থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। ওই সময় ভূমি অফিসে সেবাগ্রহীতার জন্য একটি বিশ্রামাগার, মোটরসাইকেল পার্কিং, গণশুনানি কেন্দ্র উদ্বোধন করেন ও ভূমি অফিস চত্বরে একটি কাঠবাদাম বৃক্ষ রোপণ করেন। এবং স্থানীয় খেলার মাঠে চলমান ঈশ্বরগঞ্জ সুপার লীগ এর জনতার ঈশ্বরগঞ্জ বনাম এনকে স্পোর্টস অ্যাকাডেমির চলমান খেলাটি উদ্বোধন করেন। এছাড়াও কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box