
কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কটিয়াদি উপজেলার মসূয়া বাজার আউটলেটে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মসূয়া বাজার আউটলেটের পরিচালক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আউটলেট ম্যানেজার মো. সাকিবুল ইসলাম জীবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মসূয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. রায়হান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোস্তফা কামাল।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শীতার্ত মানুষের কল্যাণে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সমাজের বিত্তবান ব্যক্তিদেরও শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রমে এগিয়ে আসা উচিত।
সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও বেশি করে সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সঙ্গে ভাগ করে নিতে চাই।

শীতবস্ত্র গ্রহণকারী আলম বলেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি থেকে শীতবস্ত্র পেয়ে আমরা খুবই আনন্দিত। বর্তমানে শীত অনেক বেশি, এই শীতবস্ত্র শিশুদের জন্য বিশেষভাবে উপকারী।