শফিকুল ইসলাম শামীম, স্টাফ রিপোর্টার:
সোনালী স্বপ্ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জাঙ্গালিয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জজকোর্টের পিপি এবং কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া–কটিয়াদী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ভি.পি ও ১নং জাঙ্গালিয়া ইউনিয়নপরিষদের সাবেক চেয়ারম্যান মো. তৌফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলার সাবেক আমির ও কটিয়াদি ফেকামারা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাসেম বিপ্লব, পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান খান সুমন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম জনি উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, শিক্ষক, অভিভাবক এবং কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তব্যে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, দেশপ্রেম, সততা ও আদর্শিক চরিত্র গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে সমাজ উন্নয়নে সোনালী স্বপ্ন ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন।
পরবর্তীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

