ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

সততা, শৃঙ্খলা ও সমন্বিত প্রচেষ্টা নির্বাচনী পরিবেশকে সুন্দর করে তুলবে: নাজমুল ইসলাম

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ৮, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত “ভোটকেন্দ্র দায়িত্বশীল কর্মশালা”-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মোঃ নাজমুল ইসলাম।

শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলা মিলনায়তনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জ-১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা সেক্রেটারি মাওঃ মোঃ নাজমুল ইসলাম বলেন, “স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য দায়িত্বশীলদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বশীলদের সততা, শৃঙ্খলা ও সমন্বিত প্রচেষ্টা নির্বাচনী পরিবেশকে আরো সুন্দর করে তুলবে।” তিনি আরও বলেন, “ভোটকেন্দ্রের প্রতিটি দায়িত্বশীল যেন জনগণের আস্থা অর্জন করতে পারে—সেজন্য প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, নিষ্ঠা ও দলীয় ঐক্য।”

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের বিভিন্ন দায়িত্বশীল, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কর্মশালায় দায়িত্বশীলদের করণীয়, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও ভোটারদের সহযোগিতার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

Facebook Comments Box