ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে হোটেলের বাথরুমে জলসিঁড়ির বাসচালকের মরাদেহ: উদ্ধারে পুলিশ

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১০, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি খাবার হোটেলের বাথরুম থেকে শহিদুল্লাহ (৫০) নামে এক বাসচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকালে হোটেলের বাথরুম থেকে ঐ চালকে লাশ উদ্ধার করা হয়। বাসচলালক শহিদুল্লা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেগুনহাটি গ্রামের করম আলীর ছেলে। তিনি ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাসের চালক ছিলেন।

পুলিশ ও পাবিারিক সূত্রে জানা যায়, চালক শহিদুল্লাহ দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলিন। তিনি রোববার (৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে জলসিঁড়ি বাস চালিয়ে কটিয়াদী বাসষ্ট্যান্ডে আসেন। তিনি রাতের খাবার খেয়ে বাসের মধ্যেই ঘুমিয়ে ছিলেন, রাত আনুমানিক ৩-৪ টার দিকে বুকে ব্যথা অনুভব করলে হেলপারকে সাথে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়ে আসেন। ভোররাতে তিনি বাথরুম করার জন্য বাসস্ট্যান্ডে অবস্থিত ধানসিঁড়ি রেস্টুরেন্টে যান। দীর্ঘসময় অতিবাহিত হলেও বাথরুম থেকে বেরিয়ে না আসায় পাশে গিয়ে ডাকাডাকি করলে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রেস্তোরার কর্মচারীরা বাথরুমে উপরে চুকিদিয়ে দেখে ভিতরে তিনি পরে আছেন। পরে হোটেলের লোকজন পুলিশকে খবর দিলে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শহিদুল্লার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, মৃত শহিদুল্লাহ ঢাকা টু কটিয়াদী রোডে জলসিঁড়ি বাস চালাতেন। তিনি হার্টের রোগী ছিলেন এবং নিয়মিত ঔষধ খেতেন। মধ্যরাতে বুকে ব্যাথা হলে ডাক্তার দেখিয়ে ঔষধ খেয়েছে, সকালে একটি হোটেলে বাথরুম করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Facebook Comments Box