ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

৪৯তম বিসিএস ক্যাডার রাসেল; আল্লাহর নামে উৎসর্গ করলেন তার সাফল্য

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ১৪, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া সংবাদদাতা:

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম স্থান অর্জন করেছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের আব্দুল্লাহ আল রাসেল। তিনি কৃষক সায়েম উদ্দিন ও গৃহিণী কমলা খাতুনের পুত্র।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শিক্ষা ক্যাডার নিয়োগের জন্য ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৬৬৮ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল রাসেল ২০১৪ সালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে এসএসসি (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে এইচএসসি (আলিম) পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন।

পরবর্তীতে ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৩ পেয়ে অনার্স এবং ২০২২ সালে একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে সিজিপিএ ৩.৩৫ পেয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন।

আব্দুল্লাহ আল রাসেল জানান, মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম হলেও পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছা শক্তি কাজ করত। গ্রামীণ আবহে মাদ্রাসা থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া কেবল আমার নয়, আমাদের এলাকার তরুণদের জন্যও এক অনুপ্রেরণা। পরিবারের সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমার সাফল্যের পেছনে কাজ করেছে। আমি যেন একজন আদর্শ শিক্ষক হিসেবে দেশের সেবা করতে পারি এই দোয়া চাই সবার কাছে।

Facebook Comments Box