মো: তরিকুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর উদ্যোগে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলার সাবেক ও বর্তমান নির্বাচিত নারী জনপ্রতিনিধিগণ।
সভায় বক্তারা বলেন, দেশের নারী ও শিশুর অধিকার সুরক্ষা ও বৈষম্য দূরীকরণ আজ সময়ের দাবি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। বক্তারা নারী শিক্ষার প্রসার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটি সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরাম আহ্বায়ক বেগম সেলিমা রহমান।
পরিচালনায় ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। আলোচনা সভায় এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে মাঠ পর্যায়ে গণসংযোগ জোরদার এবং নারী-শিশুর কল্যাণকে নির্বাচনী অঙ্গীকার হিসেবে সামনে আনার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ এই ইস্যুকে কেন্দ্র করে ব্যাপক জনসচেতনতা তৈরি ও প্রত্যয় ব্যক্ত করেন।

