আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনটি দলকে উপহার দিতে ও সাংগঠনিক কার্যক্রমকে আরো এগিয়ে নিতে আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের জন্য তারা দলের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সাবেক এমপি ও ফুলপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাসার আকন্দ। তিনি আশাবাদ ব্যক্ত করেন ফুলপুর-তারাকান্দা আসনের গণমানুষের দাবী ও অধিকার বাস্তবায়নে মনোনীত বিতর্কিত প্রার্থীকে বাদ দিয়ে ফুলপুর তারাকান্দাবাসীর দাবী পুরণের লক্ষে প্রার্থী পরিবর্তন করে আসনটিতে তাকে মনোনয়ন দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘাস ফড়িং রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা এড. আবুল বাসার আকন্দ এ কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে বিএনপি প্রাথমিক নমিনেশন ঘোষণা করেছে। সে ব্যাপারে তারা দলের কাছে আপিল করেছেন।
তিনি বলেন, ‘আমাদের ১৪৬, ময়মনসিংহ-২ আসনে যে প্রার্থী (ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার) দেওয়া হয়েছে উহা পরিবর্তন করার ব্যাপারে আমরা আপিল করেছি।’
কিন্তু কেন এ রকম আপিল করলেন? এ ব্যাপারে কি কি যুক্তি আছে? তা জানতে চাইলে তিনি বলেন, কি কি যুক্তি আছে সে ব্যাপারে আমি শুধু লম্বা বক্তৃতা দিব না বরং আপনারা এ ব্যাপারে সাধারণ মানুষের সাথে আলোচনা করে বিষয়টি পত্রিকায় প্রকাশ করুন। এটাই আমার বক্তব্য আর কিছু না।’ সবশেষে সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এসময় উপজেলা ও পৌর কৃষক দলের বেশ কয়েকজন নেতাসহ সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, নূরুল আমিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, ক্বারী সুলতান আহমদ, মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকত, মিজানুর রহমান আকন্দ, সেকান্দর আলী, নাজমুল হাসান রাজন, গোলাম মোস্তফা, আব্দুল মোতালেব সরকার, সেলিম রানা, কামরুল ইসলাম খান, ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো জানান- ফুলপুর তারাকান্দা আসনে প্রার্থী পরিবর্তন করে জনগণের আকাঙ্খিত প্রার্থী হিসাবে আমাকে মনোনয়ন দেওয়া হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি বিএনপিকে উপহার দেওয়ার পাশাপাশি অবহেলিত ফুলপুর তারাকান্দা এলাকায় উন্নয়নের ছোঁয়া আনব ইনশাআল্লাহ।

