সমর দিগন্ত ডেস্ক:
৫ দফা দাবীতে ৮ দলের চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী ধাপের কর্মসূচি হিসেবে আগামী (৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর) পর্যন্ত দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
গতকাল ১৯ নভেম্বর, বুধবার আট দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। ৫ দফা হলো-
১. জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে যথাযতভাবে গণভোট এর ব্যবস্থা করা।
২. জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করা।
৩. লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রয়োজনীয় ব্যবস্থা করা।
৪. গণহত্যার সাথে জড়িত সকলের বিচার করা।
৫. ফ্যাসীবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম ও হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র (জাগপা) ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হোসাইন রায়হান প্রমুখ।
সমাবেশের তারিখ নিন্মরুপ:
১। ৩০ নভেম্বর (রবিবার) রংপুর বিভাগে বিশাল সমাবেশ
২। ১ ডিসেম্বর সোমবার রাজশাহী বিভাগে বিশাল সমাবেশ
৩। ২ ডিসেম্বর মঙ্গলবার খুলনা বিভাগে বিশাল সমাবেশ
৪। ৩ ডিসেম্বর বুধবার বরিশাল বিভাগে বিশাল সমাবেশ
৫। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগে বিশাল সমাবেশ
৬। ৫ ডিসেম্বর জুম’আ বার সিলেট বিভাগে বিশাল সমাবেশ
৭। ৬ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম বিভাগে বিশাল সমাবেশ

