ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

অকাল প্রয়াণে শোকের ছায়া: বিদেশগামী যুবক নাজমুল ইসলাম পলাশ আর নেই

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২৮, ২০২৫ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ঠুটারজঙ্গল গ্রামে নেমে এসেছে গভীর শোক ও বিষাদের ছায়া। এলাকার স্বপ্নবাজ ও পরিশ্রমী তরুণ নাজমুল ইসলাম পলাশ (২২) আজ সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন। তার পিতার নাম রুকোন উদ্দিন। পরিবারের অভাব ঘোচাতে বিদেশে যাওয়ার লক্ষ্যে তিনি ঢাকায় অবস্থান করছিলেন এবং কফি তৈরির ট্রেনিং নিচ্ছিলেন, যাতে বিদেশে কোনো কফি শপে কাজ করে সংসারের হাল ধরতে পারেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ গত দুই দিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন। তবে অসুস্থতা সত্ত্বেও তিনি চিকিৎসকের কাছে যাননি। আজ সকালে তার অবস্থা হঠাৎ আশঙ্কাজনকভাবে খারাপ হয়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর আগেই পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এমন অকাল মৃত্যুতে তার পরিবার, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। তরুণ বয়সে পরিবারের দায়িত্ব ঘোচানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়া পলাশের মৃত্যু সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। তার মা-বাবা, ভাই-বোনসহ স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

এলাকাবাসীর ভাষ্যে, পলাশ ছিলেন নম্র, ভদ্র ও পরিশ্রমী একজন যুবক। নিজের পরিবারকে সুখী-সমৃদ্ধ করার স্বপ্নই ছিল তার জীবনের লক্ষ্য।

নাজমুল ইসলাম পলাশের অকাল মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই শুরু হয় শোকের স্রোত। সবাই দোয়া করছেন— আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দান করেন।

Facebook Comments Box