ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর সবুজবাগ সরকারি কলেজে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদক
Daily Somor Diganta
নভেম্বর ২৮, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

বৰ্ণিল আনন্দ, উচ্ছ্বাস ও নতুন সম্ভাবনার সৌরভে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীর সবুজবাগ সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্বকরেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোঃ মোজাহারুল ইসলাম। এসময় তিনি নবীনদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ নির্মাতা চরিত্র, জ্ঞান ও মূল্যবোধকে ধারণ করে এগিয়ে গেলে এই সমাজ, এই দেশ তোমাদের হাতেই আলোকিত হবে।

এসময় তিনি কলেজের মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও মানবিকতার চর্চাকে নবীনদের সামনে তুলে ধরেন।

শুভেচ্ছা বক্তব্যে অফিসার্স কাউন্সিলের সম্পাদক নাসির উদ্দিন বলেন, কলেজ জীবন শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি নিজেকে জানার, গড়ে তোলার ও স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার সেরা সময়।

অনুষ্ঠানে ছিল নবীনদের ফুল দিয়ে বরণ, শিক্ষার্থীদের পরিবেশিত সঙ্গীত, আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা কলেজ সম্পর্কে পরিচিতিমূলক ভিডিও প্রদর্শন এবং সিনিয়রদের অভিজ্ঞতা বিনিময় ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।

নবীন শিক্ষার্থীরা জানায়, সবুজবাগ সরকারি কলেজের এই আন্তরিক আয়োজন তাদের মনে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস যোগাবে

অধ্যাপক মাঃ মোজাহারুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, সবুজবাগ সরকারি কলেজ শুধু শিক্ষা নয় : মানুষ গড়ার এক পবিত্র অঙ্গন প্রতিটি শিক্ষার্থীর মেধা, নৈতিকতা ও দেশপ্রেমই আমাদের সবচেয়ে বড় শক্তি।

Facebook Comments Box