আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন- ময়মনসিংহ শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলবো, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে সে জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এসব কথা বলেন।
তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলা পর্যায়ের আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
যেখানে অংশ নিচ্ছে ময়মনসিংহ জেলার ১১টা উপজেলার সেরা ২৪টি কলেজ। এখান থেকে চ্যাম্পিয়ন ও সেরা দুইটি দল সুযোগ পাবে বিভাগীয় পর্যায়ে। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত হচ্ছে জেলা পর্যায়ের খেলা গুলো।
এসময় জেলা প্রশাসক আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মাহবুবুল আলমসহ জেলার রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

