মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী বীর, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে ও বিচার দাবীতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা জুলাই বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে কুলিয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে মসজিদের সামনে এসে শেষ করে।
এসময় বিক্ষোভকারীরা হাদি’র হত্যার দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, “শরিফ ওসমান হাদির মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতীক হয়ে থাকবে। দেশের মানুষ আর এসব নৃশংসতা মেনে নেবে না।”
বিক্ষোভ মিছিলে নেতৃত্বদেন ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফয়সাল আহমেদ রাজিব, ফাহিম আহমেদ, এনসিপি কুলিয়ারচর উপজেলা শাখার আহবায়ক মো. আরীফুল ইসলাম ও সদস্য সচিব মো. পারভেজ মিয়া।
মিছিলে ছাত্র প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির নেতা-কর্মীসহ জনসাধারণ অংশগ্রহন করে।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরের বক্স-কালভার্ট এলাকায় মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

