আরিফ রববানী, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহে সুবিধা বঞ্চিত অসহায় এতিম শিশুদের হাতে শীতের উপহার হিসাবে তাদের হাতে কম্বল তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার রাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন নাটক ঘরলেন বস্তির পূর্ব পাশ্বস্থ স্বপ্ন বুনন পাঠশালায় অধ্যয়নরত সুবিধাবঞ্চিত এসব অসহায় শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা।
বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আবু তালহা, উপজেলা আইসিটি কর্মকর্তা হাবিবুল্লাহ স্বপ্ন বুনন ফাউন্ডেশন বাংলাদেশে এর পরিচালক সৈয়দ শেলিনা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় শীতের এই কনকনে ঠান্ডা আবহাওয়ায় উপহারের কম্বল পেয়ে খুশীতে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান এসব সুবিধা বঞ্চিত অসহায় শিশুরা।
এছাড়াও চলমান এই শীতের রাতে কনকনে শীত উপেক্ষা করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বল নিয়ে বিভিন্ন ইউনিয়নে গিয়ে অসহায় ও গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে শীতের কম্বল পৌছে দিচ্ছেন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক জানান, শীতার্ত আশ্রয়ন প্রকল্পের অসহায়দের পাশাপাশি সেখানকার মসজিদের ইমাম, এতিমখানা এবং আশেপাশের অসহায় হতদরিদ্রদেরও কম্বল দেয়া হচ্ছে। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) উপজেলার সকল এলাকার অসহায় দুস্থ শিশু ও পথচারীদের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন এই শীতের আবহাওয়া থাকবে ততদিন বিতরণ কার্যক্রমও চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, গভীর রাতে কনকনে শীতে উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) শীতার্ত ছিন্নমূল মানুষের কাছে পৌঁছে দিতে পেরে ভালো লাগছে। আমি গরীব মানুষের পাশে গিয়ে সেবা করতে চাই। অন্তত এই শীতে কোনো দুঃস্থ পরিবার বা কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি।

