মোঃ রফিকুল ইসলাম:
কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের আলহাজ্ব এম.এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার এম এ মান্নান, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, আচমিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির দুলাল এবং আচমিতা ইউনিয়ন জামায়াতের সভাপতি রহমত আলী আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম, কাজল মিয়া ও আঃ হান্নান। এছাড়াও অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, মাসুম মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ হাদিউল ইসলাম ও বকুলসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “শিক্ষার মানোন্নয়নে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে প্রাথমিক পর্যায় থেকেই কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা উচিত। দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআন ও হাদীস অন্তর্ভুক্তির মাধ্যমে নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখা সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চরিত্রবান ও তাকওয়াপূর্ণ নেতাদের নির্বাচিত করতে হবে।”
অভিভাবক সমাবেশটি ছিল প্রাণবন্ত ও শিক্ষানুরাগী পরিবেশে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আয়োজন, যা স্থানীয় পর্যায়ে শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।