ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আইসিটি
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. চাকরি
  9. জাতীয়
  10. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  11. ধর্ম ও ইসলাম
  12. প্রকৃতি ও পরিবেশ
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সারে আক্রান্ত তানিশা বাঁচতে চায়; আর্থিক সাহায্যের আবেদন পরিবারের

প্রতিবেদক
editor
অক্টোবর ১১, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাসুম পাঠান:

কিশোরগঞ্জের কটিয়াদীতে তানিশা আক্তার ইভা (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়েটিকে বাঁচাতে সহযোগিতার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও দানশীল সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন তার পরিবার।

তানিশা আক্তার ইভা উপজেলার ৭৪নং ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ও উপজেলা জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামের রাজমিস্ত্রী মিজানুর রহমানের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে পেটে টিউমার ধরা পড়ে তানিশার। পরবর্তীতে তা খাদ্যনালী ক্যান্সারে রূপ নেয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে সপ্তাহে অন্তত দু’বার কেমোথেরাপি নিতে হয় এবং দ্রুত অস্ত্রোপচার করাতে হবে। এর জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন হলেও অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে।

অভাব-অনটনের সংসারে ভিটেমাটি ছাড়া আর কোনো সম্পদ নেই তানিশার বাবার। সংসারে বৃদ্ধা মা, ছোট ভাই, স্ত্রী, দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে কোনো রকমে দিন কাটে।

অশ্রুসিক্ত কণ্ঠে মা নাসিমা আক্তার জানান, ছয় মাস আগে ধারদেনা করে স্বামীকে সৌদি আরবে পাঠালেও ভাগ্যের নির্মম পরিহাসে তিনি নিয়মিত বেতন পাচ্ছেন না। মেয়ের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য আমার নেই। তবুও সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। এখন সবার কাছে হাত পেতেছি আমার মেয়েটিকে বাঁচতে সাহায্য করুন।

ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম জানান, তানিশা আমাদের বিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী। তার স্বপ্নময় বয়সটা ক্যান্সারের যন্ত্রণায় থমকে গেছে। সমাজের হৃদয়বান মানুষ যদি এগিয়ে আসেন তবে সে সুস্থ হয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।
মানবিক কারণে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন ও সরকারি সহায়তা কামনা করেছেন তানিশার পরিবার ও এলাকাবাসী। তানিশাকে সহযোগিতা করতে যোগাযোগ করতে পারেন: ০১৬৪০-৮২৯৩৫৯।