সাইফুল ইসলাম শান্ত:
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এগারোসিন্দুর ইউনিয়ন গণসংযোগ করেন।
ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল জনগণের সাথে কুশল বিনিময় এবং দাড়িপাল্লা মার্কায় ভোট চান। ছোট বড় সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন , আল্লাহ যদি সহায় হোন আমি আপনাদের খাদেম হতে চাই।
এ সময় গণসংযোগ বাস্তবায়ন করার লক্ষ্যে এগারোসিন্দুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোখলেছ উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম শান্ত, আবু হানিফা, আবুল কাশেম, হারুন অর রশিদ, খোকন মিয়া, মাওলানা মনসূর আহমেদ, নুরুল আলম, আবু নাঈম, বকুল মিয়া, সজিব হোসেনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এলাকার কৃষক, শ্রমিক ও চাকরিজীবীসহ সকলের পরিবর্তনের কথা ব্যক্ত করে জামায়াতে ইসলামীর সাথে আছেন মর্মে জানান।