প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ১১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৫, ৭:০৯ পূর্বাহ্ণ
ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগে “ফ্রি প্যালেস্টাইন” পদযাত্রা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার (১০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে মানবতার পক্ষে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি “ফ্রি প্যালেস্টাইন পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে।
‘ভয়েস অব পাকুন্দিয়া’ ফেসবুক গ্রুপ এর উদ্যোগে আয়োজিত এই পদযাত্রা পাকুন্দিয়া মডেল মসজিদের সামনে থেকে অনুষ্ঠিত হয়।তা চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের সামনে শেষ হয়। পুরো পথ জুড়ে প্রতিধ্বনিত হয় একটাই স্লোগান— “নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত!”
স্থানীয় শত শত মানুষ, তরুণ-যুবক, ছাত্রসমাজ, সমাজকর্মী ও মানবাধিকার কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই কর্মসূচিতে। অনেকেই হাতে প্যালেস্টাইনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহণ করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জাতিসংঘ ও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং চলমান গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।
তারা আরও দাবি জানান, গাজার দিকে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হাতে আটক বাংলাদেশি নাবিক শহীদুল আলমসহ সকল নিরপরাধ বন্দির মুক্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা বলেন— “গাজায় প্রতিদিন যেভাবে শিশু, নারী ও নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন অবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।” কর্মসূচির মাধ্যমে আয়োজকরা বিশ্ব জনমত গড়ে তোলার আহ্বান জানান এবং সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
শেষে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে পদযাত্রার সমাপ্তি হয়।
Copyright © 2025 Daily Somor Diganta. All rights reserved.