ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আইসিটি
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. চাকরি
  9. জাতীয়
  10. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  11. ধর্ম ও ইসলাম
  12. প্রকৃতি ও পরিবেশ
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
editor
অক্টোবর ১২, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারাদেশে একযোগে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ শুরু হয়েছে। রোববার (১২ অক্টোবর) আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই কর্মসূচির উদ্বোধন করেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে ৫ কোটি শিশুকে এই ভ্যাকসিন দেয়া হবে। টাইফয়েডের টিকা সর্বস্তরে পৌঁছাতে বেশি বেশি প্রচারণা চালাতে হবে।

এখন পর্যন্ত টাইফয়েড টিকা নিতে ১ কোটি ৬৮ লাখ মানুষ রেজিষ্ট্রেশন করেছেন। অনলাইনের পাশাপাশি জন্মসনদ ছাড়াও ম্যানুয়াল পদ্ধতিতেও রেজিষ্ট্রেশন করা যাবে। আজ রোববার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুল এবং ১ থেকে ১৩ নভেম্বর কমিউনিটি ক্লিনিক থেকে টিকা নেয়া যাবে।

মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হবে।