মোঃ রফিকুল ইসলাম:
“আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”— এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে কটিয়াদী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (মা ও শিশু) আশরাফুল ইসলাম এবং ব্র্যাকের সেলফ অফিসার মো. মিজানুর রহমান।
এছাড়াও নিজের বাল্যবিবাহ প্রতিরোধ করা দশম শ্রেণির শিক্ষার্থী সানজিদা ও স্বপ্ন সারথী কিশোরী উদ্যোক্তা মৌ অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর শিক্ষা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।