মোঃ স্বপন হোসেন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডেল্টা ফার্মা পরিদর্শনে জামায়াতের জেলা আমীর।
৬ অক্টোবর দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দেশের শীর্ষস্থানীয় ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ডেল্টা ফার্মা লিমিটেড পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
পরিদর্শনকালে তিনি কোম্পানির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং উৎপাদন প্রক্রিয়া ও প্রস্তুতকৃত ঔষধ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। পরে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এসময় পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, পৌরসভার আমীর মাওলানা নাজমুল হক, বাংলাদেশ টেলিভিশনে কর্মরত ও আদ্দীন মিডিয়া সেন্টারের পরিচালক মোঃ মোশতাক আহমদ সোবহানী, ডেল্টা ফার্মার জেনারেল ম্যানেজার দেব নারায়ণ বিশ্বাস সহ অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ কোম্পানির সুষ্ঠু পরিচালনা ও অগ্রগতিতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।