মাসুম পাঠান:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুইঞা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উসমান গণি, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা জামায়াতে নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার প্রমুখ।