মোঃ স্বপন হোসেন:
কিশোরগঞ্জ জেলার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন।
সোমবার (১৩ অক্টোবর) পাকুন্দিয়া পৌরসভার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান প্রথমে তাঁকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। বরণ শেষে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান খান, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মহসিন হোসাইন, মিউনিসিপাল ইঞ্জিনিয়ার মোঃ তন্ময় জামান, ঠিকাদার প্রতিনিধি, পৌরসভার অন্যান্য সহায়ক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।