ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আইসিটি
  5. আন্তর্জাতিক
  6. খেলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. চাকরি
  9. জাতীয়
  10. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  11. ধর্ম ও ইসলাম
  12. প্রকৃতি ও পরিবেশ
  13. প্রবাস
  14. ফিচার
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে এমপিওভুক্ত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন

প্রতিবেদক
editor
অক্টোবর ১৩, ২০২৫ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

মাসুম পাঠান:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এমপিওভুক্ত ৫১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে সারা দেশের মতো কর্মবিরতি পালন করেছে।

সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না। বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাস্তবায়ন এবং জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকগণের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।

রোববার (১২ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ও লাঠিচার্জ করে। এতে অনেক শিক্ষক বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে কেউ কেউ প্রেসক্লাব এলাকায় ফিরে অবস্থান নেন, আবার কেউ শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। সেখান থেকেই তারা লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর জানান, গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়।