ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ১৪, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

“রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতিমুক্ত দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালের দিকে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উপলক্ষে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা, চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা শাজাহান গাজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

এ সময় বক্তব্য রাখেনবঅতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কামরান হোসেন ও সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) এটিএম ওবাইদুল্লাহ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সামাজিক আন্দোলনই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একমাত্র উপায়। ছোটবেলা থেকেই ন্যায়-নীতি, মূল্যবোধের চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন। ছোটবেলা থেকে দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান আমাদের নাগরিক জীবনে দুর্নীতি হ্রাস করতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box