৬ দফা দাবীতে আন্দোলনের আহ্বানে ফেসবুকে পোস্ট করেছেন ইশতেয়াক আহমেদ শাকিব নামের এক ব্যক্তি। দাবীগুলো নিম্নরূপ:
ঢাকা-পাকুন্দিয়া রোডে ভালো বাসের জন্য আন্দোলন হোক, অযৌক্তিক অতিরিক্ত বাস ভাড়া কমানোর জন্য আন্দোলন হোক, পাকুন্দিয়ায় একটা সরকারি পার্ক/উদ্যানের জন্য আন্দোলন হোক, পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য আন্দোলন হোক, সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন হোক ও বিদ্যুৎ বিভ্রাটের বিরুদ্ধে আন্দোলন হোক।
যে প্রতিবাদ/আন্দোলনে কোন অর্থনৈতিক বেনিফিট আসবে না, আপনার আমার জীবনে কোন অর্থবহ পরিবর্তন আসবে না, শুধুমাত্র আবেগ আর অতীতের সূত্র ধরে আন্দোলনের কোন মানে নেই। ময়মনসিংহ যা ঢাকাও তা। যার যার প্রয়োজনে তো ঢাকা যেতেই পারেন। চট্টগ্রাম, রংপুর বিভাগের লোকদের কি ঢাকায় যেতে নিষেধ নাকি? ঢাকা বিভাগে না থাকলে ফরিদপুরের কোন ক্ষতি হচ্ছে? না। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এর জন্য শুধু মাত্র কিছু সরকারি কাজে ময়মনসিংহ যেতে হবে যা সাধারণ মানুষের জন্য কালেভদ্রে। আবেগ কে একপাশে রেখে সামষ্টিক ভালোর কথা চিন্তা করা উচিত।
তাঁর এই দাবীগুলোকে যুক্তিক বলেও দাবী করেছেন অনেকেই। কেউ কেউ তাঁর ফেসবুক পোস্টের কমেন্টে মতামতও দিচ্ছেন।