নিজস্ব প্রতিবেদক:
১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন এন্ড পাবলিকেশন সাঈদা খানম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়-
সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের কোনো কোনো এলাকায় ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেন করতে কেউ কেউ অনীহা প্রকাশ করছেন, যা প্রচলিত আইনের লঙ্ঘন। কাগজী নোটের পাশাপাশি প্রচলিত সকল প্রকার ধাতব মুদ্রা বৈধ বিধায় তা নগদ লেনদেনে ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
তিনি আরও বলেন- জাতীয় স্বার্থে উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো।