নিজস্ব প্রতিবেদক:
১০টি অস্বচ্ছল পরিবারকে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৮ অক্টোবর কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কিশোরগঞ্জ -৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট রুকন রেজা এ বিতরণ করেন।
এ সময় তিনি বলেন- “অষ্টগ্রাম উপজেলার ১০টি অস্বচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করতে পেরে আমরা অনেক আনন্দিত। দুর্নীতি মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করুন।”