নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাটুয়াভাঙ্গা জড়িরপাড় এলাকায় ফুটবল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাকুন্দিয়া উপজেলা শাখা।
শুকবার (১৭ অক্টোবর ) দুপুরে পাটুয়াভাঙ্গা জড়িরপাড় গ্রামে যুবকদের মাঝে আয়োজিত অনুষ্ঠানে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতের ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা শরিফ উদ্দিন নয়ন ও সেক্রেটারি জাঙ্গালিয়া আলম, শিমুলিয়া বাজার পেশাজীবি ইউনিটের সভাপতি শামসুল ইসলাম ও মোঃ মফিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “আজকের যুব সমাজই আগামী দিনের ভবিষ্যৎ। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হয়ে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে।” তারা আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।