নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের কমিটি গঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সভাপতি হিসেবে আলী আসগর এবং সেক্রেটারি হিসেবে কাউছার ভূঞা এর নাম ঘোষণা করা হয়েছে।
আলী আসগর দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থেকে ইসলামী আদর্শ প্রচারে নিবেদিতভাবে কাজ করে আসছেন। তিনি পূর্বে বিভিন্ন দায়িত্বে থেকে সততা, নিষ্ঠা ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
একইভাবে কাউছার ভূঞা একজন তরুণ, উদ্যমী ও দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত। যুব সমাজকে ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে ও সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান প্রশংসনীয়।
নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ বলেছেন, তাঁদের নেতৃত্বে বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগ আরও সংগঠিত ও গতিশীল হবে, ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালার নিকট দোয়া করছি— তিনি যেন নবনির্বাচিত সভাপতি আলী আসগর ও সেক্রেটারি কাউছার ভূঞাকে দায়িত্ব সঠিকভাবে পালন করার তাওফিক দান করেন এবং ইসলামী সমাজ বিনির্মাণে তাঁদের প্রচেষ্টা কবুল করেন।