সাইফুল ইসলাম শান্ত:
যুক্তরাজ্যে মুসলিমবিদ্বেষ ও হেইট ক্রাইম বন্ধে ব্রিটিশ এমপি স্টিফেন মর্গান এবং পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মাওলানা মিজানুর রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) যুক্তরাজ্যের পোর্টস মাউথ সিটির এমপি স্টিফেন মর্গানের রাজনৈতিক কার্যালয়ে মুসলিম বিদ্বেষ ও হেইট ক্রাইম বন্ধে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত 72 Albert Road, Southsea, Portsmouth এ বৈঠকে যুক্তরাজ্যে মুসলমানদের প্রতি চলমান বিদ্বেষমূলক আচরণ, ধর্মীয় পোশাক পরিধানের কারণে মুসলমানদের ওপর আক্রমণ এবং ইসলাম ভীতির মতো সামাজিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন নর্থ এন্ড ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব, পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের সন্তান হাফেজ মাওলানা মিজানুর রহমান, পোর্টস মাউথ সিটি কাউন্সিলের কাউন্সিলর আসগর শাহ, আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সুমেল চৌধুরীসহ স্থানীয় মুসলিম কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা যুক্তরাজ্যে বসবাসরত মুসলমানদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা এবং সহনশীলতার পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, যুক্তরাজ্য একটি বহু সংস্কৃতির দেশ—এখানে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
এমপি স্টিফেন মর্গান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পোর্টস মাউথে এমন কোনো ঘৃণাজনিত হামলা বা মুসলিম বিদ্বেষমূলক ঘটনা আমরা বরদাস্ত করব না। কেউ যদি এমন ঘটনার শিকার হন, সাথে সাথে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষকে জানাতে হবে।”
বৈঠকের মাধ্যমে মুসলিম কমিউনিটি ও স্থানীয় প্রশাসনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়।