নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাকুন্দিয়ার মমতাজ উদ্দিন আকন্দ নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিম্নে তাহার তথ্যাদি পেশ করা হলো-
নাম: মোঃ মমতাজ উদ্দিন আকন্দ, পিতার নাম: মৃত আক্তার উদ্দিন আকন্দ, গ্রাম: আগার আহুতিয়া, পোস্ট: মসুয়া, থানা: পাকুন্দিয়া, জেলা: কিশোরগঞ্জ, মোবাইল নং: ০১৭৩৬২২৮০১১, ০১৬৩০৭১৯৩৬০ ও ০১৭৩১১৭০৯০৬।
উপরোক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন রোগী। তিনি অদ্য (২০ অক্টোবর) বেলা ১১ টা হইতে নিখোঁজ হন। কোন সহৃদয় ব্যক্তি উনার খোঁজ পেয়ে থাকলে উপরোল্লেখিত মোবাইল নাম্বারে অবহিত করানোর জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।