ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ছনকান্দা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি অগ্রণী ব্যাংকের কর্মকর্তা

প্রতিবেদক
editor
অক্টোবর ২০, ২০২৫ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (এসপিও) মোঃ আরিফুল ইসলাম সেলিম।

জানা যায়, তিনি প্রয়াত আলহাজ্ব ইবনে সাঈদ সরকারের সুযোগ্য পুত্র। মরহুম ইবনে সাঈদ সরকার ছিলেন এই বিদ্যালয়ের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য। পারিবারিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে রয়েছে দীর্ঘ সম্পর্ক ও অবদান।

গত ১৪ অক্টোবর ২০২৫ সালের ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অনুমোদনে এডহক কমিটি গঠিত হয়।সোমবার(২০ অক্টোবর) নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম সেলিমকে বিদ্যালয় প্রাঙ্গণে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণকে বিদ্যালয়ের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে অভিহিত করেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম সেলিম বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক বহুদিনের। আমার পিতা ছিলেন এই বিদ্যালয়ের সভাপতি ও আজীবন দাতা সদস্য। আমি এই প্রতিষ্ঠানে কিছু নিতে আসিনি, বরং দিতে এসেছি। আমার লক্ষ্য হলো ছনকান্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা, শিক্ষক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ী পরিবেশ তৈরি করা, এবং প্রতিষ্ঠানটিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা।

এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ নবনির্বাচিত সভাপতির প্রতি আন্তরিক অভিনন্দন জানান।