ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ফটোগ্রাফি দিবস ২০২৫ উপলক্ষে ফটো কনটেস্টের পুরস্কার বিতরণ

প্রতিবেদক
editor
অক্টোবর ২০, ২০২৫ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ফটোগ্রাফি দিবস ২০২৫ উপলক্ষে গুরুদয়াল সরকারি কলেজ ফেসবুক গ্রুপের উদ্যোগে আয়োজিত ফটো কনটেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে (২০ অক্টোবর) কলেজ ক্যাম্পাসের মনোরম কৃষ্ণচূড়া চত্বরে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় শুধু গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরাই নয়, বরং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও স্বাধীন ফটোগ্রাফাররাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের তোলা ছবিগুলো কিশোরগঞ্জের প্রকৃতি, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনচিত্রকে ফুটিয়ে তুলেছে এক অনন্য দৃষ্টিকোণে।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন- সিদরাতুল মুনতাহার, শাকিল আহমেদ, রিদিশা ঝর্ণা, বর্ষা এবং সাবিহা জান্নাত তাওসিফা।

ফটোগ্রাফি কেবল একটি শিল্প নয়। এটি এক অনন্ত ভাষা, যা সময়, অনুভূতি ও সমাজের চিত্রকে স্থির করে রাখে। একটি সার্থক ছবি পারে ইতিহাসের দলিল হয়ে উঠতে, পারে হৃদয়ের গভীরতম অনুভূতিকে প্রকাশ করতে। ফটোগ্রাফি সমাজের পরিবর্তন, প্রেরণা ও সৌন্দর্যের বার্তা বহন করে নিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্মে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে ফটোগ্রাফির মাধ্যমে সৃজনশীলতা, মানবতা ও নান্দনিক চিন্তায় উদ্বুদ্ধ করা এই প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী ফটোগ্রাফারদের হাতে তুলে দেওয়া হয় স্মারক, ক্রেস্ট ও টি-শার্ট। উপস্থিত ছিলেন কলেজ গ্রুপের এডমিন ও মডারেটর প্যানেল, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও দর্শক।

এই আয়োজনে অংশগ্রহণকারী ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি প্রমাণ করেছে কিশোরগঞ্জের তরুণ সমাজ সৃজনশীলতায়, শিল্পচর্চায় ও ইতিবাচক ভাবনায় আগ্রহী।