নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মসূয়া ইউনিয়নের যুব বিভাগের আয়োজনে মসূয়া গ্রামে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসূয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো: হাদিউল ইসলাম হায়দার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মো: ইমরান হাসান ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন যুব বিভাগের ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মো: নাদিম এবং মো: আ: হান্নান।
অনুষ্ঠানে স্থানীয় যুবকদের উৎসাহিত করতে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান।