মোঃ হাদিউল ইসলাম (হায়দার):
কটিয়াদি পূর্ব মসূয়া দারুল উলূম নূরানী ও হিফজুল কুরআন ক্বওমী মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে এক হৃদয়গ্রাহী বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ সাফায়াত উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মসূয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ হাদিউল ইসলাম হায়দার। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন পূর্ব মসূয়া খতমে নবুওয়ত মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা শামীম আহমেদ হাবিবি।
বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষকের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান। তাঁরা বলেন, আল কুরআনের আলোকে জীবন গড়তে হবে এবং সমাজে নৈতিক ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।
মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় মাদ্রাসার সেক্রেটারি মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকের হাতে স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।