নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) ফৌজিয়া খান (২১ অক্টোবর) মঙ্গলবার কটিয়াদী উপজেলাধীন আচমিতা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রের পরিবার পরিকল্পনা কার্যক্রম, সেবার মান এবং পরিবেশ ঘুরে দেখেন। তিনি কেন্দ্রের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগকে আরও শক্তিশালী ও টেকসইভাবে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, “প্রাথমিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোর কার্যকারিতা বাড়াতে হবে। এসব কেন্দ্রের কার্যক্রম নিয়মিত তদারকি ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা ও প্রাথমিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে উৎসাহ দেন এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।