ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অপরাধ ও দুর্নীতি
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. গ্রাম-গঞ্জ-শহর
  8. জাতীয়
  9. ধর্ম ও ইসলাম
  10. বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপন
  11. ভূমি
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা ও ক্যাম্পাস
  15. স্বাস্থ্য ও জীবন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক
Daily Somor Diganta
অক্টোবর ২২, ২০২৫ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আরিফ রববানী, ময়মনসিংহ:

মান সম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৫ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন, বিআরটিএ ময়মনসিংহ বিভাগীয় ও জেলা সার্কেল অফিসের আয়োজনে ও ময়মনসিংহ সড়ক জনপদ বিভাগের সহযোগিতায় বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

রেলীতে নেতৃত্ব দেন ও সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। সমাবেশ পরিচালনা করেন বিআরটিএ ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী সুব্রত কুমার দেবনাথ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম।

আলোচনায় অংশ গ্রহণ করেন সড়ক ও জনপদ ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিআরটিএর সহকারী পরিচালক আবু নাঈম শেখ ও মোটরযান পরিদর্শক মোঃ জহির উদ্দিন বাবর, জেলা ট্রাফিক বিভাগের প্রশাসক আবু নাসের মোহাম্মদ জহির,জেলা মটর মালিক সমিতির কার্যকরী সভাপতি মোঃ আবু সাঈদ ও নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আব্দুল কাদের চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, দেশে সড়ক দুর্ঘটনা দিন দিন বাড়ছে, যা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও ট্রাফিক আইন মানার বিকল্প নেই। বক্তারা আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার, সড়ক নিরাপত্তা আইন কঠোরভাবে প্রয়োগ এবং আধুনিক ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর এখনই জোর দিতে হবে।

আলোচনা সভা শেষে, সড়ক ও জনপদ বিভাগেরের সহযোগীতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সচেতনতামূলক লিফলেট, স্টিকার ও শতাধিক হেলমেট বিতরণ করা হয়। এছাড়া পরবর্তী মাসব্যাপী জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানান আয়োজকরা।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box