ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

পানিতে চুবিয়ে শিশু হত্যার অভিযোগ মানসিক ভারসাম্যহীন মায়ের বিরুদ্ধে

প্রতিবেদক
editor
অক্টোবর ২২, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কটিয়াদীতে একমাস বয়সী নুর হোসেন তোহা নামের এক পুত্র সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ ওঠেছে শিশুটির মা তাহমিনা আক্তার মুন্নীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বাট্টা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে৷ নিহত শিশু নূর হোসেন তোহা বাট্টা গ্রামের নূর মোহাম্মদ ও তাহমিনা আক্তার মুন্নীর সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, একমাস পূর্বে জন্ম গ্রহণকারী শিশু তোহা মায়ের কাছেই লালিত পালিত হচ্ছিল। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে পিতা নূর মোহাম্মদ বাড়িতে এসে দেখতে পান স্ত্রী তাহমিনা মাটিতে শুয়ে আছে ৷ পরে তার পুত্র সন্তানকে মায়ের কাছে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি৷ এক পর্যায়ে শিশুটির মা নিজেই ঘরের এক কোণে থাকা বালতি দেখিয়ে দেন৷ পরে বালতির মধ্যে পানি থেকে শিশুটির মরদেহ পাওয়া যায়৷ এসময় শিশুর মা তাহমিনা আক্তার মুন্নী নিজেই তার সন্তানকে মেরে ফেলার কথা স্বীকার করেন। এছাড়াও নানান অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

করগাঁও ইউনিয়ন পরিষদের বাট্টা ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা কামাল জানান, শিশুটির মা তাহমিনাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে৷ দুপুরে শিশুর পিতা বালতির ভিতর থেকে মরদেহটি পায়৷ মা তাহমিনাকে বর্তমানে অচেতন অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে৷

কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছি। শিশুর মা অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় চিকিৎসা চলছে৷ এ বিষয়ে মামলা হলে তদন্তের মাধ্যমে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে৷