স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি বলেছেন, ‘কিশোর-কিশোরীদের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে সবার আগে নাগরিকদের এক হতে হবে। এ ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে কিশোর-কিশোরীদের। কারণ আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। তাই বর্তমান শিশু-কিশোরদের প্রতি বিশেষভাবে নজর দিলে আগামীতে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদের শিক্ষাব্যবস্থা, পরিবার এবং সমাজকে একযোগে কাজ করতে হবে, যাতে কিশোর-কিশোরীরা একটি সুষ্ঠ এবং উন্নত ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে পারে।’
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জাতীয় উন্নয়ন কর্মকান্ডে কিশোরীদের সম্পৃক্ত করা ও তাদের অবদানকে নিশ্চিত করার লক্ষে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উন্নয়ন সংঘের মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে সংলাপ ফোরাম এপেক্স বডির সদস্য ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সাথে মতববিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন, পৃথিবী যখন এআই ব্যবহার করে জটিল বিষয়কে সহজ করে উৎপাদন, উপার্জন এবং প্রতিটি কাজের গতিকে বেগবান করছে আমরা তখন বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ঘাম ঝরাচ্ছি। অন্যদেশের টিন এজাররা যখন সৃষ্টির আনন্দে উল্লাস করে আমরা তখন যৌন হয়রানীর হাত থেকে কিশোরীদের রক্ষায় তৎপরতা চালাই।
এসময় তিনি বলেন, ভুলক্রমে বিপথগামী কিশোর-কিশোরীরা কীভাবে সমাজের মূলধারায় ফিরে আসতে পারে সেটা নিয়ে কাজ করতে হবে। এ জন্য স্নেহ ও ভরসা দিয়ে এ সব কিশোর-কিশোরীর পাশে দাঁড়াতে হবে সমাজের সব সচেতন নাগরিককে।
এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি বলেন শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য এবং অন্যান্য সহশিক্ষা চর্চার সাথে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পাঠে মনোযোগী হতে হবে। প্রতিটি কাজে স্কিলফুল ও মাইন্ডফুল থাকতে হবে। এভাবেই নিজের মধ্যে নেতৃত্বগুন তৈরি হবে। সময় ও পরিবেশ বুঝে কথা বলতে হবে। অন্যকে শোনতে হবে। মনে রাখতে হবে অভিজ্ঞতার গল্পগুলো মনের পুষ্টি যোগায়।
সভায় উন্নয়ন সংঘের উপ-নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে সংস্থার পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, সদর থানার সহকারী পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম, জামালপুর এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক মিনারা পারভিন, সিডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হামিদুল ইসলাম ও জেলা শিশু ফোরামের সভাপতি অর্পা প্রমূখ।
সিডস কর্মসূচি সূত্র জানায় সংলাপ কেন্দ্র ও সংলাপ ফোরামের মাধ্যমে এলাকায় বাল্যবিয়ে, মাদক, যৌন হয়রানী, স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধসহ শিশু, কিশোর, কিশোরীদের সর্বোত্তম সুরক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।