ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আইসিটি
  6. আন্তর্জাতিক
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. গ্রাম-গঞ্জ-শহর
  10. চাকরি
  11. জাতীয়
  12. দৈনিক সমর দিগন্ত স্পেশাল
  13. ধর্ম ও ইসলাম
  14. প্রকৃতি ও পরিবেশ
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার গণসংযোগ

প্রতিবেদক
editor
অক্টোবর ২২, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আমীর হামজা (কুষ্টিয়া) সংবাদদাতা:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি হাফেজ মাওলানা আমির হামজা বুধবার (২২ অক্টোবর) সারা দিনব্যাপী ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচি পরিচালনা করেছেন।

দিনব্যাপী তিনি কুষ্টিয়া শহরের মোল্লাতেঘড়িয়া থেকে কলেজ মোড় পর্যন্ত এলাকায় দোকান মালিক, ব্যবসায়ী, দিনমজুর ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মুফতি আমির হামজা বলেন- “সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের মাধ্যমে যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করা হবে।”

তিনি আরও বলেন- “অফিস-আদালত থেকে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্য দূরীকরণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকল নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধেও থাকবে জিরো টলারেন্স। পাশাপাশি ধর্মীয়, বিজ্ঞানভিত্তিক, নৈতিক ও কর্মমুখী শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দক্ষ ও মানবিক জনশক্তি গড়ে তোলা হবে।”

তাঁর নির্বাচনী অঙ্গীকারে কুষ্টিয়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনাও উঠে এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য— কুষ্টিয়া চিনিকল পুনরায় চালু করা, শহরের মধ্য দিয়ে চলমান রেললাইন সরিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশে স্থানান্তর ও আধুনিক রেলস্টেশন নির্মাণ,
দৌলতপুরের দ্রেগড়াই নদীর তীরে পৌর উদ্যান আধুনিকায়ন, ঘোড়াই ঘাটে ব্রিজ নির্মাণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, খাজানগরকে চাল শিল্পভিত্তিক আধুনিক শিল্পনগরীতে রূপান্তর, কুষ্টিয়ায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার ঐতিহ্য সংরক্ষণে একটি আধুনিক মিউজিয়াম স্থাপন।

এছাড়া কওমি ও আলিয়া মাদরাসার আধুনিকায়নকেও তিনি তাঁর উন্নয়ন পরিকল্পনার অন্যতম অঙ্গীকার হিসেবে ঘোষণা করেন।

গণসংযোগে কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, শহর আমীর এনামুল হক, সেক্রেটারি শামীম হোসেনসহ জেলা ও শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।