নিজস্ব প্রতিবেদক:
ঢাকাস্থ অষ্টগ্রাম নির্বাচনী ফোরামের সানারপারের উদ্যোগে আশরাফুল হকের সভাপতিত্বে রাজধানীর একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট রোকন রেজা শেখ। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাঁর ভাবনা ও কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং অষ্টগ্রামবাসীর সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, সিদ্ধিরগঞ্জ থানা আমীর জনাব মাহবুব আলম এবং ছাত্রশিবির নেতা রিফাত ইসলাম সাইফুল্লাহ।
সভায় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রামের কৃতিসন্তান সমাজসেবক ও সাংবাদিক তাজুল ইসলাম, ড. এড. আফজাল হোসেন, অধ্যাপক কাজী সাইফ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোক্তার হোসেন ও জনাব শাহ আলম। এছাড়া নির্বাচনী ফোরামের সভাপতি শাহীনুজ্জাম শিপু, সেক্রেটারি শেখ শহীদ এবং শেখ তোফাজ্জলসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা অষ্টগ্রামের উন্নয়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং নির্বাচনকে ঘিরে করণীয় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।