নিজস্ব প্রতিবেদক:
কটিয়াদী উপজেলা অন্তর্গত কটিয়াদি পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল এঁর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মুফতি ফজলুল হকের সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড সেক্রেটারি মো: রুবেলের পরিচালনায় উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর জননেতা ইসলামি চিন্তাবিদ সাইদুল হক বিএসসি, কটিয়াদী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের কর্ম ও শূরা সদস্য ও কটিয়াদী পৌরসভার আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, কটিয়াদী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি আলী হোসেন রনি কাওসারী, কটিয়াদী পৌরসভার সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টার ও সহ-সেক্রটারি রফিকুল ইসলাম ভূঞা প্রমূখ।

