নিজস্ব প্রতিবেদক:
বুধবার (২২ অক্টোবর) “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি ও পরবর্তী সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (যুগ্মসচিব) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন মেনে চলা, জনসচেতনতা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

