নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে লাইফ কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গোভীপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাও. তাজউদ্দীন খান, জেলা সেক্রেটারী মোঃ ইকবাল হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে মেহেরপুর সদর উপজেলা আমির মাও. সোহেল রানা, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, ঢাকা থেকে আগত ডাক্তারবৃন্দ ও স্থানীয় ডাক্তারবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল হতেই শত শত রোগী এসে সেখানে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে হাজির হয়। ডাক্তার দেখানো এবং ঔষধ দুটোই ফ্রি থাকায় রোগীদের মুখে হাসি ফুটে উঠেছে।
সমাজকল্যাণ পরিষদের সভাপতি বলেন- ভবিষ্যতে এসব গরীব দুঃখী মানুষের জন্য আরো স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি মাও. তাজউদ্দীন খান ডাক্তারদের প্রতিটি ডেস্কে গিয়ে চিকিৎসা কার্যক্রমের উদ্বোধনী ঘোষণা করেন।

