এগারসিন্দুর প্রতিনিধি:
এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে প্রয়োজনীয় সামগ্রীসহ ২২টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) এ টিউবওয়েল বিতরণ করা হয়।

পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের সুপেয় পানির চাহিদা পূরণ করতে নিম্নবিত্ত পরিবারের মাঝে টিউবওয়েল গুলো বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন- এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মাহবুবুল আলম, এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন, এগারসিন্দুর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহকারী পরিচালক আকরাম হোসেন, সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম রানা, ইউনিয়ন শ্রমিক নেতা ফাইজুল হক সুমনসহ ফোরামের শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এসময় ফকির মাহবুবুল আলম বলেন- চাহিদার আলোকে এগারসিন্দুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমাদের সমাজকল্যাণমূলক সেবা পৌঁছে দিব, ইনশাআল্লাহ।

