কটিয়াদি (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঢাকায় শিক্ষকদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলন চলাকালে পুলিশের হামলায় আহত শিক্ষক মো. কাজল মিয়াকে দেখতে কিশোরগঞ্জের কটিয়াদীতে আসেন কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে কটিয়াদীর তার নিজ বাসায় গিয়ে শিক্ষক নেতারা আহত শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব জহিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রুহুল আমিন সরকার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিবুল হক, কটিয়াদী উপজেলা শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মিজানুর রহমান শিকদার, সদস্য সচিব মাসুম পাঠান, কটিয়াদী আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক উত্তম কুমার সাহা, বিপ্লব কুমার সাহা ও কর্মচারী মো. কামাল মিয়া প্রমুখ।

