পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে হলরুমে পাটুয়াভাঙ্গা, হোসেন্দী ও নারান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামী পোলিং এজেন্টদের নিয়ে কর্মশালা আয়োজন করা হয়।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখা সহকারী সেক্রেটারী ও নির্বাচন বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং উপজেলা সেক্রেটারী ও নির্বাচন বিভাগের সভাপতি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সভাপতিত্বে এই নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া – কটিয়াদি) আসনের পরিচালক ও বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি এস এম ইউসুফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমরা যত বেশি সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবো, তত বেশি মানুষ আমাদের ওপর আস্থা রাখবে। দ্বীন কায়েমের সংগ্রামে আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে। ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রতিটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।”
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জামায়াতে সভাপতি মারফত আলী দুলাল বলেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এবার ভোট জামায়াতে ইসলামীকে দিব। অতীতে অনেক দলকে দেখেছি কেউ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। তাই সকল শ্রেণির মানুষ ঐক্য বদ্ধ হয়ে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিব ইনশাআল্লাহ। তিনটি ইউনিয়ন থেকে ১১২ জন পোলিং এজেন্ট কর্মশালায় অংশ গ্রহণ করেন।

