স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া -কটিয়াদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল সুখিয়া ইউনিয়নের ৬নং ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল জনগণের সাথে কুশল বিনিময় এবং দাড়িপাল্লা মার্কায় ভোট চান। ছোট বড় সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন , আল্লাহ যদি সহায় হোন আমি আপনাদের খাদেম হতে চাই।

এ সময় গণসংযোগ বাস্তবায়ন করার লক্ষ্যে সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল ইসলাম মঞ্জু, উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোঃ স্বপন হোসেন, সুখিয়া ইউনিয়ন উলামা পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাইম, ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আব্দুল আলীম, সহযোগী মোঃ জিল্লুর রহমান খান, কোষাধ্যক্ষ মোঃ মুছলেহ উদ্দিন চন্নু, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, কামাল উদ্দিন, জমশেদ আলী, মোঃ জামাল উদ্দিনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে এলাকার তরুণ যুব সমাজ, কৃষক, শ্রমিক ও চাকরিজীবীসহ সকলের পরিবর্তনের কথা ব্যক্ত করে জামায়াতে ইসলামীর সাথে আছেন মর্মে জানান।