
আরিফ রববানী, ময়মনসিংহ:
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের পাশে খোলা আকাশের নিচে শিক্ষার আলো ছড়ানো ‘স্বপ্নবুনন পাঠশালার শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।
শুক্রবার (২৪ অক্টোবর) পাঠশালাটি পরিদর্শনে গিয়ে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে পথশিশুদের হাতে নতুন স্কুল ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ তুলে দেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু তালহা।
ইট-পাথরের নগরীর ব্যস্ততার মাঝে রেললাইনের পাশে কাদার ওপর ত্রিপল বিছিয়ে ২০১৯ সাল থেকে চলছে এই পাঠশালা। প্রায় ৩০-৩৫ জন পথশিশু এখানে নিয়মিত অক্ষরজ্ঞান থেকে শুরু করে জীবনবোধের শিক্ষা নিচ্ছে। তাদের একমাত্র লক্ষ্য, শিক্ষার আলোয় ভবিষ্যৎ উজ্জ্বল করা। কিন্তু সামান্য বৃষ্টি এলেই ক্লাস বন্ধ হয়ে যাওয়া এবং একটি ঘরের অভাবে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি সমকালে তুলে ধরা হয়েছিল।
পাঠশালার অন্যতম প্রতিষ্ঠাতা উজ্জ্বল আহমেদ বিজয় বলেন, ‘যখন আমরা শুরু করি, তখন শুধু ছিল ইচ্ছা আর ভালোবাসা। এই শিশুদের সুযোগ পেলে অনেক ভালো করার ক্ষমতা আছে। তবে, বৃষ্টির কারণে একটানা ক্লাস বন্ধ রাখতে হওয়ায় আমাদের খুব কষ্ট হয়। ইউএনওসহ অন্যান্য কর্মকর্তাদের আগমন এবং শিক্ষা উপকরণ দেওয়ায় আমরা সত্যিই কৃতজ্ঞ।’
নতুন স্কুলব্যাগ হাতে পেয়ে পাঠশালার অন্যতম শিক্ষার্থী রোহান মিয়া ও মুন জাহান ব্যাপক আনন্দ প্রকাশ করে। মুন জাহান জানায়, বৃষ্টির কারণে পড়া বন্ধ হয়ে গেলে অনেক মন খারাপ হয়। আমরা চাই, আমাদের একটা স্কুলঘর হোক, যাতে আমরা প্রতিদিন পড়তে পারি।
ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, শিক্ষার অধিকার সবার। এই অবহেলিত শিশুদের জন্য তারা যে কাজ করছেন, তা সমাজের জন্য অনুকরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে এই উদ্যোগের পাশে দাঁড়াতে চাই। দ্রুতই যেন তারা একটি স্থায়ী ছাউনি বা ঘরের ব্যবস্থা পায়; সে ব্যাপারে আমরা স্থানীয় প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন, এই শিশুরা দেশের ভবিষ্যৎ। শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে ইউএনও স্যার শুধু তাদের উৎসাহিতই করেননি বরং তাদের পাশে যে রাষ্ট্র আছে- সেই বার্তাও পৌঁছে দিয়েছেন। তাদের এই উদ্যোগ সফল করতে প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।